মহামারী করোনা ভাইরাস সংকটে অসহায় ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ এলাকাঃ১ম দিনঃ(৭ নং ওয়ার্ড)পূর্ব গোয়ালিয়া পালং এর ১০০ পরিবার।
২য় দিনঃ১০০ পরিবার “পশ্চিম গোয়ালিয়া,মধ্যম পাড়া,ঘোনার পাড়া,আলমাছ পাড়া,উওর পাড়া,গায়বী মসজিদ পাড়া,নয়া পাড়া,
৩য় দিনঃ১০০ পরিবার ” টাইংগাকাটা ত্রাণ বিতরণ কার্য সম্পাদন করে গোয়ালিয়া পালং ছাত্র ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে
ত্রাণ বিতরণ কালে উপস্তিত ছিলেনঃখুনিয়া পালং ইউনিয়ন এর দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সাংবাদিক আব্দুল মাবুদ,সাবেক চেয়ারম্যান আব্দুল গণি,রামু সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবদুল হক,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খুনিয়া পালং ইউনিয়ন এর মানবাধিকার কমিশনের সভাপতি জনাব এম ছৈয়দ উল্লাহ,৮ নং ওয়ার্ড মেম্বার জনার ছৈয়দ আলম সুলতান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিঃমোরশেদুল আলম সোহেল,চট্রগ্রাম কলেজ ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদকঃখাদেমূল ইসলাম দূর্জয়,খুনিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদকঃওসমান সরওয়ার আলম,বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রিয়াজ উদ্দীন রিয়াজ,শিক্ষানবীশ আইনজীবী শাহ মোঃজোনায়েদ করিম রাশেল চট্টগ্রাম জর্জ কোর্ট,শিক্ষানবীস আইনজীবী এস.এম জহিরুল আমিন জহিরচট্রগ্রাম জজ কোট,শিক্ষানবীস আইনজীবী শাহেদ উল্লাহ সোহাগ ঢাকা জজ কোট এবং “তরুন দুই উদ্যোগক্তা” ১,কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন জুয়েল,ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহান,মোরশেদুর রহমান,মাষ্টার জাফর আলাম,মিজানুর রহমান সাগর,সাবেক স্কুল ক্যাবিনেট সভাপতি সাকিব,
বর্তমান ক্যাবিনেট সভাপতি আকিব,ছাত্রনেতা আব্দুর রহিম রকি,ছৈয়দুল হক,জাহাঙ্গীর,ফরহাদ,আয়াত উল্লাহ,সোহেল,আবছার,মোবারক,আনোয়ার,আনিস,সাগর সহ আরো অনেকে।