ইমাম খাইর, সিবিএন ##
কক্সবাজার সদরের ইসলামপুর ৫ নং ওয়ার্ডের জুমনগরের বাসিন্দা মোজাম্মেল হক। একটি সংস্থায় চাকুরি করেন। বয়স বেশী হয় নি। খুব বেশী বেতন পান, তেমনও না। তবু নিজ এলাকার মানুষের জন্য ভাবেন। সর্বদা সাধ্যমতো অসহায় হতদরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেন।
নিজের পরিবারের পাশাপাশি সমাজের আর দশজন মানুষ খাচ্ছে কিনা, খোঁজ খবর নেন।
মূলতঃ চাকুরির সুবাদে রোহিঙ্গা ক্যাম্পে মানবসেবার কাজ করতে গিয়ে নিজেও সেবকের মানসিকতা লালন করে চলছেন।
সেই মানসিকতার প্রমান দিলেন গ্রামীন জনপদে বেড়ে ওঠা ছেলে মোজাম্মেল হক।
এক মাসের বেতনের টাকায় ২৫০ পরিবারের জন্য খাদ্যদ্রব্যের প্যাকেট করেন। যার প্রতি প্যাকেটে রয়েছে -৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং একটি সাবান।
নিজের কিছু বন্ধুবান্ধবের সহায়তায় শনিবার (১১ এপ্রিল) সকালে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোজাম্মেল। তার মানবিক কাজে পাশে থেকে সহায়তা ও অনুপ্রেরণা যুগিয়েছেন গর্বিত পিতা আবু তাহের সওদাগর।
ধারাবাহিকতায় ১২ এপ্রিল আরো ১৫০ পরিবারকে খদ্যসামগ্রী বিতরণ করবে মোজাম্মেল হক।
শুধু করোনা ভাইরাসের দুর্যোগকালে নয়, আজীবন যেন সমাজের অসহায়-হতদরিদ্র মানুষের পাশে থাকতে পারে, সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।
পাশাপাশি গরীব, সম্বলহীনদের সাধ্যমতো সহায়তা দিতে বিত্তবানদের আহবান জানান মোজাম্মেল হক।
শনিবার মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন -মোজাম্মেল হকের মেজ চাচা সিরাজদ্দৌল্লাহ, চ্যানেল কক্সের সম্পাদক মনছুর আলম, ইসলামপুর ছাত্রলীগের সাবেক আহবায়ক জসিম উদ্দিন।