জে. জাহেদ , চট্টগ্রাম :

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরের করোনা সংক্রমণ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন বলেন, গত চব্বিশ ঘণ্টায় আরও ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১০ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত মোট ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের একজনের বাড়ি পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকায়, অন্যজনের বাড়ি সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার। এছাড়া তৃতীয় জনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ি এলাকায় বলে জানান।

প্রসঙ্গত, এরআগে চট্টগ্রামে ৭ জন করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৫ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং ২ জন বিআইটিআইডি তে চিকিৎসাধীন রয়েছেন। করোনার শনাক্তের পরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লকডাউন করে পুলিশ।