খলিল চৌধুরী, সৌদি আরব
বিশ্ব কাঁপানো মরণব্যধি রোগ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরো দুই বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশির মৃত্যু সংখ্যা এ পর্যন্ত ৯ জন।

বাংলাদেশ জেদ্দা কনস্যুলেট সূত্রে পাওয়া সর্বশেষ করোনায় মৃত্যু হওয়া দুই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফয়েজ উল্লার পুত্র রহিম উল্লাহ্‌ ও নরসিংদীর শিবপুর উপজেলার সিরাজ উদ্দিনের পুত্র খোকা মিয়া।

জানা গেছে, মৃত্যু হওয়া দুই বাংলাদেশি গত ৭ এপ্রিল মদিনার একটি সরকারী হাসপাতালে মৃত্যু হয়েছে।

মদিনা হাসপাতাল কতৃপক্ষ আজ বৃহস্পতিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দাকে অবহিত করে। এদিকে, সবশেষ তথ্য অনুযায়ী ৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সৌদিতে সর্বোচ্চ রেকর্ড ৩৫৫ জন। এদের মধ্যে ৭ জন বাংলাদেশী মারা গেল। সেখানে ৫ জন মদিনায়, ১ জন জেদ্দায় ও ১ জন রিয়াদে। সর্বমোট ৩ হাজার ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৬ জন।

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার পরিচয় নিম্নরূপ:

১/ মোঃ কোরবান, পিতা রেজাউল করিম সাভার, ঢাকা, ২/ মোঃ আফাক হোসেন মোল্লা, পিতা আমজাদ হোসেন, রতনগঞ্জ, নড়াইল।
৩/ মোহাম্মদ হাসান, পিতা লিয়াকত আলী, লোহাগাড়া, চট্টগ্রাম।
৪/ মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মোজাফফর আহমেদ, সাতকানিয়া, চট্টগ্রাম।
৫/মান্নান মিয়া, পিতা আজিজুল হক, সিংগাইর, মানিকগঞ্জ।
৬/ মোঃ রহিম উল্লাহ, পিতা ফয়জুল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম।
৭/ খোকন মিয়া, পিতা সিরাজ উদ্দিন, শিবপুর, নরসিংদী।

তথ্যসূত্র : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা