মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস প্রতিরোধে পবিত্র শবেবরাত উপলক্ষে সব ধরনের গবাদি পশু জবাই ও গোস্ত বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, পবিত্র শবেবরাতের দিন লোকজন গবাদি পশুর গোস্ত কিনতে গিয়ে কসাই এর দোকানে ভীড় লেগে যায়। এতে চলমান করোনা ভাইরাস জীবাণু সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে। তাই সম্ভাব্য জনভীড় এড়াতে কক্সবাজার জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত পুরো কক্সবাজার জেলায় কার্যকর করা হবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে জানিয়েছেন। এছাড়া তিনি পবিত্র শবে বরাতের নামাজ নিজ নিজ বাড়িঘরে আদায় করার জন্য সম্মানিত মুসল্লীদের তিনি অনুরোধ করেছেন।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাত উপলক্ষে কক্সবাজার জেলায় গরু জবাই করা হতে বিরত থাকার জন্য বলা হলো। পবিত্র শবে বরাতের নামাজ বাড়িতে আদায় করুন।”