মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

অর্গানিক স্ট্রেকচারকে বিশেষভাবে রূপান্তর করে করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

অক্সিজেন মাস্ক এর মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকছে এ বিশেষ হেলিকপ্টারে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংকটকালে বিমান বাহিনীর বিশেষ এই হেলিকপ্টার এডাব্লিও-১৩৯ এর সুবিধা পেতে করোনা ভাইরাস রোগীর স্বজনদের সংশ্লিষ্ট জেলার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক অথবা কমিটির সদস্য সচিব সিভিল সার্জনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।