চকরিয়া ও পেকুয়ার হাসপাতালকে দিলেন অক্সিজেন মিটার ও কর্মচারী

করোনা নমুনা টেস্টের পরিবহনের ব্যবস্থা করলেন এমপি জাফর

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২০ ০১:৪২ , আপডেট: ৭ এপ্রিল, ২০২০ ০১:৪৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ডাক্তারদের জন্য পিপিই তুলে দেন জাফর আলম এমপি।

ইমাম খাইর, সিবিএন
করোনা ভাইরাসের কারণে চলমান আপদকালীন মুহুর্তে চকরিয়া ও পেকুয়ার রোগীরা যাতে যথাযথ চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যে নিজস্ব তহবিল থেকে অক্সিজেন মিটার প্রদান করলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
এছাড়াও হাসপাতালের শৃঙ্খলা রক্ষার্থে ব্যক্তিগত অর্থায়নে চকরিয়া সরকারী হাসপাতালে ৪ জন এবং পেকুয়া সরকারী হাসপাতালে ২ জন কর্মচারীর ব্যবস্থা করে দিয়েছেন।
পাশাপাশি করোনা টেষ্টের নমুনা চকরিয়া ও পেকুয়া থেকে কক্সবাজার সরকারী মেডিকেলে পরিবহনের যাবতীয় খরচ বহন করবেন বলে জানিয়ছেন এমপি জাফর আলম।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজেই হাসপাতালে গিয়ে এসব ব্যবস্থা করেন।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন চকরিয়া ও পেকুয়া সরকারী হাসপাতালের ডাক্তারদের সাথে বিদ্যমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এমপি জাফর।
এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় চকরিয়া হাসপাতালে ৩০ এবং পেকুয়া হাসপাতালে ২০ টি পিপিই ডাক্তারদের হাতে তুলে দেন। দূর্যোগ মোকাবেলায় ডাক্তারদের আন্তরিকভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে জাফর আলম এমপি বলেন, করোনাকে ভয় পাওয়া যাবে না। যা লাগে সব আমি ব্যবস্থা করব। প্রয়োজনে রক্ত দিব। তবু মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনগণের যে কোন ধরণের প্রয়োজনে আমি পাশে আছি।