মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :

রামুতে বনবিভাগের অভিযানে আবারো চোরাই কাঠ ভর্তি ট্রাক আটক হয়েছে । করোনা ভাইরাস শংকায় যেখানে পুরো দেশ নিস্তব্দ ঠিক সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে একশ্রেনীর চোরাই কারবারী বনাঞ্চল ধ্বংস যজ্ঞে মেতে উঠে কাঠ পাচার অব্যাহত রেখেছে
এভাবে কাঠ পাচার কালে জেলার বিভিন্ন স্হান থেকে গত এক সপ্তাহে বিপুল পরিমান কাঠ উদ্ধার করেছে বনবিভাগ,
গত সোমবার ৬ এপ্রিল রাতেও উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলস্হ সোনাইছড়ি গ্রাম থেকে পাচার কালে বিপুল পরিমান আকাশ মনি কাঠ উদ্ধার করে বনবিভাগ, এসময় উক্ত কাঠ বহনের অভিযোগে পিক,আপ নং চট্রমেট্রো- জ ১১-০০৪১ আটক করে, ককসবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে বাঘখালী রেঞ্জ ও বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব কাঠ সহ গাড়ীটি আটক করে, বাঘখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহী জানান বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় বনজ দ্রব্য ধবংসকারি ও চোরাচালানী চক্রের বিরুদ্ধে বিভিন্ন স্হানে বনবিভাগের অভিযান জোরদার করা হয়েছে।