এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধ এবং চিকিৎসা সেবা প্রদানের সময় ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। তৎমধ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের জন্য ৩০ পিস ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের জন্য ২০ পিস পিপিই বিতরণ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতি নিয়ে দু’উপজেলার ডাক্তারদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানদের হাতে এসব পিপিই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ জাফর আলম।
এ সময় সাংসদ জাফর আলম দেশের এ ক্রান্তিকালে দূর্যোগকালীন সময়ে স্ব স্ব উজেলার ডাক্তারদের আন্তরিকতা ও নিষ্টার সাথে তাদের দায়িত্ব পালন করে রোগীদের সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মোহাম্মদ শাহবাজ ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মোহাম্মদ ছাবেরসহ হাসপাতালের চিকিৎসক এবং স্টাফ নার্সগন উপস্থিত ছিলেন।