নিজস্ব প্রতিবেদক:

সাংসদ সাইমুম সরওয়ার কমলের একান্ত রাজনৈতিক সচিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী তাঁর পিতার নামে প্রতিষ্টিত স্বেচ্ছাসেবী প্রতিষ্টান ‘বাঁচা মিয়া চৌধুরী ফাউন্ডেশন’র পক্ষ থেকে উখিয়ার হলুদিয়া পালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিজ গ্রামে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা সহায়তা প্রদান করেছেন।

সোমবার (৬ এপ্রিল) ৩য় দফায় নিজ গ্রামের অসহায় পরিবারের মাঝে এত্রাণ সামগ্রী প্রদান করেছেন।

এসময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন,জেলা যুবলীগের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশের
সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর,উখিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট আবদুল হক,জেলা যুবলীগ নেতা ইয়াছিন আরফাত রিগ্যান, ওয়ার্ড় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম,সমাজসেবক সাজেদুল ইসলাম লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান জিকু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণের সময় সংক্ষিত বক্তব্য,সমাজের সর্বস্তরের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান রুস্তম আলী চৌধুরী।

প্রসঙ্গতঃ রবিবার (৫ এপ্রিল) কক্সবাজার পৌরসভার
এসএমপাড়াস্থ নিজ বাসভবনে পশ্চিম এসএমপাড়া ও উত্তর সিকদার পাড়া এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত আরো ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা সহায়তা প্রদান করেছেন তিনি। সেই সাথে সাংসদ সাইমুম সরওয়ার কমলের ত্রাণ তহবিলেও নগদ ৫০ হাজার
টাকা প্রদান করেছেন তিনি।