মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত গত ৫ দিনে ২৪ জনের শরীরের স্যাম্পল পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি।

কক্সবাজারের সিভিল সার্জন ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্য সচিব ডা. মাহবুবুর রহমান সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আপাতত কোন কিট সংকট নেই। কারো করোনা ভাইরাস এর লক্ষণ দেখা গেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের মাধ্যমে স্যাম্পল টেস্ট করে করোনা ভাইরাস জীবাণু শরীরে আছে কিনা তা নিশ্চিত হতে সকল নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২ এপ্রিল থেকে পুরোদমে করোনা ভাইরাসের স্যাম্পল টেস্ট করা শুরু হয়েছে।