মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের তৃতীয় লিঙ্গের হিজড়াদের খাদ্য সহায়তা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার ৬ এপ্রিল বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ত্রান সমন্বয়ের দায়িত্বরত মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) এস.এম সরওয়ার কামাল কক্সবাজারের তৃতীয় লিঙ্গের হিজড়াদের খাদ্য সহায়তা প্রদান করেন।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত চরম সংকটে খাদ্য সহায়তা পেয়ে কক্সবাজারের তৃতীয় লিঙ্গের হিজড়ারা তাঁদের খোঁজ খবর রাখায় এসময় কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়ে আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।