আবুল কালাম, চট্টগ্রাম :

বন্দর নগরীতে বসবাসকারী মধ্যবিত্ত ও নিম্নআয়ের হত দরিদ্র মানুষের মোট আয়ের ৬০ থেকে ৭০ ভাগই চলে যায় বাসাভাড়ায়। আর বছর ঘুরলেই যেন নতুন আতঙ্ক, বাড়িওয়ালার আদেশে এ মাসে আপনার (এত) টাকা বাসাভাড়া বাড়ানো হয়েছে।কিন্ত’ কিছুই করার নেই, মাথাগোঁজার জন্য মুখ বুজে সহ্য করতে হয় সব। এর মধ্যে চীনের উহান শহর থেকে ছডিয়ে পডা করোনা ভাইরাস কোভিট -১৯ এর প্রাদুর্ভাবে কার্যত চট্টগ্রাম সহ পুরো দেশই লকডাউন চলতেছে।

রোজগার বন্ধ নিম্নআয়ের মানুষের। তিনবেলা দুমুঠো খাবারের জন্যই হাহাকার চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এমন অবস্থায় বাসাভাড়া পরিশোধ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। তাই নিম্ন মধ্যবিত্ত মানুষের দাবি, নির্বাহী আদেশে সরকার অন্তত দুমাসের জন্য হলেও বাসাভাড়া মওকুফের ঘোষণা করুক।