ইমাম খাইর, সিবিএন#
করোনা পরিস্থিতিতে জনগণের নিরাপত্ত্বার বিষয় চিন্তা করে কক্সবাজার শহর ও আশপাশের বাজারসমূহের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে প্রশাসন।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিনিধিদের সমন্বয়ে এসংক্রান্ত সভা সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিভিন্ন বাজার, কাঁচাবাজারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

যেমনঃ
বাজারঘাটা-বড়বাজার: সকাল ৮-দুপুর ১২ টা, বিকাল ৪-সন্ধ্যা ৭ টা
বহারছড়া বাজার: সকাল ৮-দুপুর ১২ টা
কানাইয়া বাজার: বিকেল ৪-রাত ৮ টা
সমিতিপাড়া বাজার: সকাল ৮-দুপুর ১২, বিকাল ৪-সন্ধ্যা ৭ টা
সিটি হাসপাতাল বাজার :সকাল ৮-দুপুর ১২ টা
পাহাড়তলী বউবাজার: বিকেলে ৪- সন্ধ্যা ৭ টা
কালুর দোকান বাজার: বিকেল ৪- সন্ধ্যা ৭ টা
এসএম পাড়া বাজার: বিকেল ৪-সন্ধ্যা ৭ টা
পিটিআই স্কুল বাজার: সকাল ৮- দুপুর ১২ টা
উপজেলা বাজার: বিকাল ৪-সন্ধ্যা ৭ টা
লিংকরোড় বাজার: সকাল ৭-দুপুর ১২ টা (শুক্রবার-মঙ্গলবার)
ফিশারীঘাট মৎস্য অবতরণকেন্দ্র: প্রতিদিন সকাল ৭-দুপুর ১২ টা পর্যন্ত।

সভায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুসুদুর রহমান মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম, জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান, বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা সভাপতি রফিক মাহমুদ, কার্যকরী সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মুছা কলিমউল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান কাজল, কলাতলী বাজার সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিম, পাহাড়তলী সভাপতি জাফর আলম, লিংক রোড প্রতিনিধি জহিরুল ইসলাম সিকদার, বাহারছড়া বাজার প্রতিনিধি মোহাম্মদ হোসাইন মাসু, বড়বাজার ব্যবসায়ী আবু আহাম্মদসহ বাজার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়সুচি মোতাবেক প্রত্যক ব্যবসায়ী, দোকানদার এবং ক্রেতাসাধারণক নিয়মনীতি মেনে ক্রয় বিক্রয় করার বিনীত অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিক মাহমুদ, কার্যকরী সভাপতি মওলানা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।