মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (কোভিভ-১৯) এর প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনায় লকডাউন পরিস্থিতিসহ অফিস আদলত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ এবং হতদরিদ্ররা পড়াচ্ছে চরম অর্থকষ্টে। এই পরিস্থিতিতে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে দঃ মিঠাছড়ি নাগরিক ফোরাম অসহায় ও হতদরিদ্র কর্মহীন মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে।

রোববার ৫ মার্চ বিকেল সাড়ে টায় চেইন্দা রোশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দঃ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অধিকতর হতদরিদ্র ও অসহায় ১২০ পরিবারের মাঝে খাদ্য মানবিক সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাউল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সাবান ইত্যাদি। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা তৈরী বিষয়ে উপস্থিত মানুষের মাঝে সরকারের নির্দেশনা নিয়ে আলোচনা করেন, নাগরিক ফোরামের সাংঠনিক সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরী ও যুগ্ন সম্পাদক ও অর্ণব এর প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিম। পরবর্তীতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী সরকারী নির্দেশনা মেনে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি নুরুচ্ছফা হেলালী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা প্রশাসকের সি.এ মোঃ ফরিদুল আলম ফরিদ, দৈনিক আপন কণ্ঠের সম্পাদক সাংবাদিক ওসমান গণি, আনোয়ারুল ইসলাম চৌধুরী, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আযাদ, মোঃ তোফাজ্জল হোসেন মানিক, নুরুল আমিন নয়ন, মোঃ ফারুক, মোহাম্মদ রাশেদুল ইসলাম মুফিদুল আলম, একরামুল হক, ছৈয়দ আলম। নাগরিক ফোরামের এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে যারা সামর্থ অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।