নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কোন সংগঠন ‘ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)’ এই প্রথম ট্যুর অপারেটরদের আর্থিক প্রণোদনা প্রদান করেছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ট্যুর গাইডদেরও মানবিক সহায়তা দেয়া হয়েছে।

টুয়াকের প্রত্যেক সদস্যের জন্য বরাদ্দের ৫০০০ টাকা বিতরণের জন্য কার্যকরি কমিটির পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল এবং কার্যকরি কমিটির প্রধান উপদেষ্টা মফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (৫ এপ্রিল) মোটেল লাবনীস্থ টুয়াক কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় এতে ক্ষতিগ্রস্ত ৫০ জন ট্যুর গাইড পরিবারের জন্য অন্তত ১০ দিনের জন্য মানবিক সহায়তা (খাদ্যপণ্য) প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে টুয়াকের কার্যকরি কমিটির সভাপতি তোফায়েল আহম্মদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার কামাল, সেক্রেটারি আসাফ উদ দৌলা আশেক, যুগ্ম সম্পাদক আল আমিন বিশ্বাস তুষার, এস এ কাজল, একেএম মুনিবুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল আলম ও সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক ইদ্রিস আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই দুর্যোগে টুয়াক নেতাদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্যুর অপারেটর ও ট্যুর গাইডরা।