মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, চকরিয়াঃ
করোনায় সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা কর্মহীন দুস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করছে কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ, কর্মহীন পরিবারের খোঁজ নিয়ে তাদের খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। তিনি প্রতিদিন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ঘরে অবস্থান করার আহবানের পাশাপাশি বিদেশ ফেরত কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, বিশ্বে চলমান এই দূর্যোগ সময়ে সবাই নিজ এলাকার গরীব, অসহায়, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের প্রতি সাহায্যে এগিয়ে আসলে তাদের কষ্ট লাগব হবে। এছাড়া ঘরে অবস্থান করায় করোনাভাইরাসের সংক্রমন ঠেকানো যাবে বলেও তিনি মন্তব্য করেন।