সিবিএন ডেস্ক:
এক পরিবারে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় দুটি ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) মিরপুর-১ নম্বর ওভারব্রিজ সংলগ্ন গলির ওই তিনটি বাড়ি লকডাউন করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। মাইকিং করে পুরো এলাকায় সতর্ক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। লকডাউন করা ওই তিন বাড়িতে ২৫টি পরিবারের বসবাস।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, একটি পরিবারের দুজন সদস্য জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় রোববার আক্রান্ত দুজন কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। এরপরই দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে।

ওসি বলেন, ওই তিন বাড়িতে কাউকে প্রবেশ করতে এবং বের হতে দেয়া হচ্ছে না। তবে বিশেষ প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরিবারের একজনকে বের হতে দেয়া হচ্ছে।