কামাল হোসেন, রামু থেকে:
চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতনতা সৃষ্টিসহ এই পরিস্থিতির কারণে কর্মহীন, হতদরিদ্র ও শ্রমজিবী অসহায় মানুষের কাছে ত্রাণ নিয়ে অবিরাম ছুটে যাচ্ছেন কক্সবাজার -৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে গত ১ এপ্রিল থেকে অব্যহত ভাবে অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানা যায়, ১ এপ্রিল থেকে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। শুরুর দিনে কক্সবাজার সদর ও রামু উপজেলার দুই হাজার শ্রমিকের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করেন। তৎমধ্যে পিকাপ (মিনিট্রাক), বাস, কোস্টার, রামু লাইন, কক্স লাইন, মাইক্রোবাস, ছারপোকা, জীপ, সিএনজি, টমটম, ভ্যান, রিক্সা শ্রমিক ও হোটেল শ্রমিক রয়েছে। শ্রমিকনেতাদের উপস্থিতিতে এ ত্রাণ পৌঁছে দেন।

২ এপ্রিল তিঁনি কক্সবাজার শহরে ২ হাজার দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিতরণ কালে কক্সবাজার শহর ও সদরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন এবং বাদজুমা ত্রাণভর্তি কয়েকটি ট্রাক নিয়ে তিনি ছুটে যান কক্সবাজার সদরের ঈদগাঁহ এলাকায়। সেখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে চার ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র দুই হাজার দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও তিনি ঈদগাঁহ যাওয়ার পথে রাস্তায় রাস্তায় দু’শতাধিক স্বল্প আয়ের রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, টমটম চালকের হাতেও ১০ কেজি করে চাল তুলে দেন।

৪ এপ্রিল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্মারঘোনা সাদর পাড়া ষ্টেশন, চেইন্দা ষ্টেশন, কাঠির মাথা বাজার, কালা খোন্দকার পাড়া, সমিতি পাড়া, চাইল্যাতলী, পানের ছড়া বাজার, করইল্লা ছড়া, জিনির ঘোনা, উমখালী স্টেশন, পশ্চিম উমখালী স্টেশন, সিকদার পাড়া ও চরপাড়া ষ্টেশনে অপেক্ষমান কয়েক হাজার হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আজ ৫ এপ্রিল (রবিবার) তিঁনি রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম এলাকার কর্মহীন ও হতদরিদ্র প্রায় ১ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। সংবাদ লিখা খালিন পর্যন্ত ত্রাণ বিতরণ চলমান রয়েছে।

এই নিয়ে টানা ৫ দিনে তিঁনি প্রায় ১০ হাজারের মতো মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বলে ধারনা করা হচ্ছে।

কক্সবাজার শহরের সমিতিপাড়ার ভাড়া বাসায় বসবাসরত আলী আহমদ শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি জানান, চার ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে সংসারের সামান্য জমানো টাকা দিয়ে গত ৭ দিন কোন রকমে সংসার চললেও পরিবারে আর কোন খাদ্য সামগ্রী বা টাকা পয়সা নেই। তাই বাধ্য হয়ে ছেলে মেয়েদের পেটের তাগিদে আজকে রিক্সা নিয়ে বের হই। আশানুরূপ যাত্রী না থাকায় হতাশ হয়ে বাড়ি ফেরার পথে সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় আমাকে ডেকে কিছু চাল ও টাকা দেয়। এসব দিয়ে অন্তত আগামী ১০ দিন তিনি স্ত্রী, সন্তান নিয়ে বাসায় থাকতে পারবেন। রিক্সা চালক আলী আহমদ এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করেন।