নিজস্ব প্রতিবেদক
করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় কক্সবাজার বাজারঘাটায় আনুষ্ঠানিকভাবে ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক।
সংগঠনের সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, শ্রমিক নেতা মোহাম্মদ বাদশা মিয়া, মোহাম্মদ হাশেম, আবুল কালাম, মোঃ শাহেদ, মোহাম্মদ সোহেল, তাজ উদ্দিন চৌধুরী তামিম, ছৈয়দ হোসেন, বাহার উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, মোঃ আজিজ, মোঃ ইসমাঈলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।