মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এ কর্মরত মোঃ আক্কাস উদ্দিনের টেস্ট রিপোর্টে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি। আইইডিসিআর প্রদত্ত মোঃ আক্কাস উদ্দিনের স্যাম্পল টেস্ট রিপোর্টটি নেগেটিভ। র‍্যাব-১ সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, র‍্যাব-১ এ কর্মরত মোঃ আক্কাস উদ্দিনের একটু সর্দি কাশি হাওয়ায় তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে তার শরীরে করোনা ভাইরাস (COVID-19) জীবাণু আছে কিনা তা নিশ্চিত হতে র‍্যাবের উদ্যোগে ঢাকার আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়। আইইডিসিআর ল্যাবে মোঃ আক্কাস উদ্দিনের স্যাম্পল টেস্ট করে ফলাফল নেগেটিভ পাওয়া যায়। সুত্রটি জানায়, রিপোর্টটি শনিবার ৪ এপ্রিল রাত ৯ টার দিকে আইইডিসিআর ল্যাব থেকে মোঃ আক্কাস উদ্দিনের টেস্ট রিপোর্টটি সংগ্রহ করা হয়।

র‍্যাব সদস্য মোঃ আক্কাস উদ্দিনের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় বিজিবি ক্যাম্পের পাশে।

প্রসঙ্গত, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজে ৩ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে দেওয়া একটি পোস্ট থেকে র‍্যাব সদস্য মোঃ আক্কাস উদ্দিনের শরীরে করোনা ভাইরাস জীবাণুর আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পোস্টে মোঃ আক্কাস উদ্দিন টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় শ্বশুর বাড়ীতে এসে গত ২০ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত থেকেছে। বেড়াতে এসে আক্কাস যেসব এলাকায় থেকেছে, এসবের মধ্যে তার ও তার পরিবারের সংস্পর্শে আাসা টেকনাফের পৌরসভার ৬টি বাড়ি, ৮ টি দোকান, কেয়ারল্যাব নামক ডায়াগনস্টিক সেন্টার এবং শাহপরীর দ্বীপে ১ টি বাড়ি টেকনাফ উপজেলা প্রশাসন ৩ এপ্রিল লকডাউন করে দেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজে দেওয়া এ পোস্ট এবং লকডাউন এর উপর ভিত্তি করে র‍্যাব সদস্য মোঃ আক্কাস উদ্দিনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে মর্মে উল্লেখ করে গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়।