মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
কক্সবাজারের রামুতে মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড় কে উপেক্ষা করে  ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও প্রণয় চাকমা ।  ৪ এপ্রিল শনিবার ফতেখাঁরকুল ইউনিয়ন  চেয়ারম্যানকে সাথে নিয়ে তিনি ত্রাণ বাড়ি বাড়ি পৌছে দেন।

ইউএনও প্রণয় চাকমা জানান, রামুর ১১টি ইউনিয়নের মানুষ করোনা ভাইরাস নিয়ে সংকটে । এ সংকটময় মুহুর্তে রিক্সা চালক, শ্রমিক,খেটে খাওয়া মানুষকে খাদ্য দিতে  সরকারের পাশাপাশি সবাইকে সাহায্যে এগিয়ে আসতে হবে।

ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, প্রতিটি ওয়ার্ডে  গরিব অসহায়দের তালিকা করা হয়েছে।
করোনা ভাইরাসের পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনে থাকা অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা  হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রায় চার শতাধিক পরিবার কে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউএনওর নিজস্ব টাকা দিয়েও মাঝে মধ্যে অসহায় পরিবার’কে খাওয়ার তেল ও দেওয়া হয়।

ত্রাণ বিতরণে আরো উপস্থিত ছিলেন রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গােপাল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু থানার এএসআই আরিফ, সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম সচেতনামূলক অভিযান সহ দরিদ্র ভিক্ষুক,দিন মজুর,গরীব চা বিক্রেতা,নির্মাণ শ্রমিক,রেস্টুরেন্ট শ্রমিক,জনসাধারণকে সাহায্য প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সচেতনতামূলক রামু চৌমুহনীসহ বিভিন্ন হাট বাজারে মাইকিং করা হয়।