মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাসজনিত পরিস্থিতির আকস্মিকতার শিকার হয়ে অনেকে এখন অসহায়। এ অবস্থায় বৈশ্বিক মহামারী করোনাজনিত সংকটে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাধ্যমতো খোঁজ খবর নিচ্ছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

শনিবার ৪ এপ্রিল কক্সবাজারের দুঃস্থ সংস্কৃতিসেবীদের কাছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের ঘরে ঘরে সহায়তা পাঠিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। কক্সবাজারের আঞ্চলিক গানের একসময়ের তুখোড় জনপ্রিয় শিল্পী বুলবুল আকতারের শহরের ঘোনার পাড়ায় বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এছাড়া আরো ১৪ জন সংস্কৃতি অঙ্গনের দুঃস্থ কর্মীকে সহায়তা জেলা প্রশাসন থেকে সহায়তা পৌঁছানো হয়।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলাবাসীর উদ্দ্যেশে বলেন, “আপনারা ঘরে থাকলেই সুস্থ থাকবেন। প্রয়োজনে যোগাযোগ করবেন। আমরা আছি আপনাদের পাশে। সাধ্যমতো আপনাদেরকে যেকোন সহয়তায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ।”