মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় দন্ত রোগের চিকিৎসা স্পর্শকাতর চিকিৎসা হওয়ায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিবের পরামর্শক্রমে কক্সবাজার ডেন্টাল সোসাইটি কক্সবাজারের দন্ত চিকিৎসকদের চেম্বার সমুহ আগামী ১১ এপ্রিল শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধকালীন করোনা পরিস্থিতিতে ম্যাসেঞ্জার, ওয়ার্টসএ্যাপে বার্তা পাঠানোর মাধ্যমে দন্ত রোগীরা জরুরি বিষয়াদি নিন্মোক্ত তিনজন বিশিষ্ট দন্ত চিকিৎসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. মোহাম্মদ বশীর আহমদ এর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। স্ট্যাটাসে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চেম্বার বন্ধ রাখার কারণে দন্ত রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া, সবাইকে নিজ নিজ বাড়িঘরে অবস্থান করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। স্ট্যাটাসে দন্ত রোগীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“জরুরি বিজ্ঞপ্তি
প্রিয় কক্সবাজারবাসী,
আসালামু আলাইকুম।

মহামারী করোনা ভাইরাস দিনদিন ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকেই ঘরে অবস্থান করার অনুরোধ জানাচ্ছি।

সেই সাথে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সন্মানিত মহাসচিব এর পরামর্শ অনুযায়ী আমরা কক্সবাজার ডেন্টাল সোসাইটি আগামী
১১/০৪/২০২০ ইং তারিখ পর্যন্ত আমাদের চেম্বার সমূহ বন্ধ রাখার (স্পর্শকাতর চিকিৎসা হওয়ার কারনে)সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অনাকাঙ্ক্ষিত এই বন্ধের কারনে রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক আমরা ভাবে দুঃখিত।

চিকিৎসা সংক্রান্ত জরুরী কোনব্যাপারে
নিচের নাম্বারে ফোনে অথবা What’s up/Messenger এ ম্যাসেজিং এর মাধ্যমে পরামর্শ নেওয়া যাবে –

১) ডা ইফতিখার উদ্দিন কুতুবী
মোবাইল:01715-159545
২) ডা. মোহাম্মদ বশীর আহমেদ
মোবাইল : 01715-542245
৩) ডা. মিম ইকবাল আহমাদ
মোবাইল : 01816-243270

ধন্যবাদান্তে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
কক্সবাজার জেলা শাখা
সবার কাছে বিশেষ অনুরোধ –

★ জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন।
★ হাসপাতালে/চেম্বারে অথবা বিভিন্ন জনবহুল স্থানে অযথা ঘুরাঘুরি/ভীড় করে অন্যদেরকে ঝুকির মুখে ফেলবেন না।
★ সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন।
★ ঘরে অবস্থান করুন।
★ প্রচুর পানি পান করুন।
★ সবুজ ফলমূল খান।
★ বাহিরে গেলে মাস্ক ব্যবহার করুন।
★ হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন।
★ পরিষ্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন।

রোগ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন।

ইনশা আল্লাহ , আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই এই মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হব।”