জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে কর্মহীন ও শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামরাসহ বিভিন্ন গ্রামের সহস্রাধিক নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে” নাইক্ষ্যংছড়ি দ:বিছামরা তাফসীর মাহাফিল কমিটি নামে একটি সংঘঠন।
শনিবারে (৪এপ্রিল) সকালে সদর ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মধ্যে
নাইক্ষ্যংছড়ি দ: বিছামরা তাফসির মাহাফিল কমিটি সংঘঠনৈর উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।এই কমিটির উপদেষ্টা অাবু সোলতান ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করেন এবং দুর্গম পাহাড়ে এবং গ্রাম থেকে গ্রামের অাসহায় মানুষদের কে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু,তেলসহ নিত্যপণ্য।
তাফসীর মাহাফিল কমিটির”উপদেষ্টা অাবু সোলতান বলেন, দেশের এ দূর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন তফসির মাহাফিল কমিটি। করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল অাবছার ইমন, ইউপি সদস্য ফয়েজ অাহামদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুরসহ তাফসির মাহাফিল কমিটির নেতৃবৃন্দরা।