মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামুত আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্র ৬ পরিবার’কে ত্রাণ সামগ্রী বিতরণ করেন,রামুর ইউএনও।
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র পরিবার’কে উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ৩ এপ্রিল শুক্রবার রাত ৯ টায় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এসময় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম,উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু থানার পুলিশ, এনএসআই,সাংবাদিক,সহ স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
ইউএনও প্রণয় চাকমা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম সচেতনামূলক অভিযান সহ দরিদ্র জনসাধারণকে সাহায্য প্রদান ও এক শতাধিক পরিবারেরকে তবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সচেতনমূলক মাইকিংসহ রামু চৌমুহনীসহ বিভিন্ন হাট বাজারে জীবানুনাশক স্পে ছিটানো,দরিদ্রদের অার্থিক সহযোগিতা প্রদান করে অাসছেন। ইউএনও আরো বলেন,রামুর ১১টি ইউনিয়নের মানুষ করোনা ভাইরাস নিয়ে আতংকিত হয়ে পড়েছে। এর মধ্যে
রিক্সা চালক, শ্রমিক,খেটে খাওয়া মানুষ,খাদ্য সংকটময় মুহুর্তে আমাদের সরকারের পাশাপাশি সবাইকে সাহায্যে এগিয়ে আসতে হবে।