রাজু দাশ ,চকরিয়া :
কক্সবাজার চকরিয়ায় মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই মাথা ন্যাড়া করে ফেসবুকে ছবি প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

চকরিয়ায় মাথা ন্যাড়া করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, করোনা ভাইরাসের প্রতিরোধ এখন সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হচ্ছে।

এই মহামারি ভাইরাস প্রতিরোধে আমরা কখন স্বাভাবিক হবে তা অস্বাভাবিক তার নিশ্চয়তা নেই। যত দিন বাড়িতে অবস্থান করতেছি এই সুযোগে মাথা ন্যাড়া করে সিদ্ধান্ত নিয়েছি।
তা ছাড়া সরকারি নির্দেশনায় এখন নিত্যপ্রয়োজন দোকান ছাড়া সব দোকান পাট বন্ধ তার মধ্যে সেলুনগুলোও।

পৌরশহরে বিনামারা গ্রামের ইউসুফ হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে বাড়িতেই হোম কোয়ারেন্টাইন আছি। শুনেছি, মাথা ন্যাড়া করলে চুল পড়া বন্ধ হয় ভাবলাম এই সুযোগে মাথা ন্যাড়া করে ফেলি। তাই চুল ফেলে দিলাম।

পৌরশহরে গ্রামীণ ব্যাংক স্টেশন এক সেলুন দোকানদার ছোটন দাশ বলেন, সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন সবাইকে বাড়িতে অবস্থান করতে নিত্যপ্রয়োজন দোকান ছাড়া সব কিছু বন্ধ থাকবে। তার কারণে দোকান বন্ধ হলেও পরিচিত দু-একজন ফোন দিলে বাড়িতে গিয়ে চুল কেটে দিয়ে আসছি।