জে জাহেদ, চট্টগ্রাম:
সীতাকুণ্ডে সবজি বোঝাই গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। পৌর সদর বাস স্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি ও সবজি বোঝাই মিনি পিকআপ এর সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বড় লরি চট্টগ্রাম টু ঢাকামুখি যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আইল্যান্ড পার হয়ে অপরপাশে ঢাকা টু চট্টগ্রামমুখী রাস্তায় এসে সবজিবোঝাই পিক আপকে দ্রুত বেগে ধাক্কা দিলে গুরুতর আহত হয় পিকআপের চালক।

এ সময় নিহত হন পিকআপ গাড়ির সহকারী মোঃ নুরুল হুদা (৫৫)। সে মিরসরাই থানার কমরআলী এলাকার বাসিন্দা। অন্যদিকে গুরুতর আহত পিকআপ ড্রাইভার তৌফিকুল ইসলাম (২৫) কে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা লাশটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন এবং পিকআপের যাত্রীকে হাসপাতালে প্রেরণ করেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে তবে বিকল্প পথে পুরাতন রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানে লরিটি (চট্টমেট্রো ড ৮১.২৫৬০) ও পিকআপ (পিরোজপুর ন ১১০২৩৬) কুমিরা হাইওয়ে পুলিশ এর নিয়ন্ত্রণে থাকলেও লরির চালক ও হেলপার পালিয়ে যায়।