শ্যামলরুদ্র,খাগড়াছড়ি:

খাগড়া ছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড এ আটকেপড়ানারীকে ফেরত পাঠাতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রামগড় আনন্দপাড়া আবাসিক এলাকা নোমেনস ল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রামগড় ৪৩ বিজিবি কমান্ডার লে.কর্নেল তারিকুল হাকিম জানান, গতকাল থেকে ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর নোমেনস ল্যান্ডে দেখাযায়। ওই নারী বাংলাদেশে প্রবেশকরতে চাইলে বিজিবি সদস্যরা তাকে বাঁধাদেয়। অন্যদিকে, ভারতে প্রবেশে বাঁধা দিচ্ছে বিএসএফ। বিএসএফ’র দাবী তিনি বাংলাদেশী। কিন্তু বাংলাদেশী কীনা বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাকে বাংলাদেশের ভেতরে প্রবেশেবাঁধা দেওয়া হচ্ছে বলে জানান, রামগড় বিজিবি সূত্র। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী সম্ভবত পাগল (মানসিক ভারসাম্যহীন) ।