ইমাম খাইর, সিবিএনঃ
স্বেচ্ছায় আত্মসমর্পণকৃত মহেশখালীর জলদস্যু ও অস্ত্রের কারিগরদের বাড়িতে পৌঁছিয়ে দেয়া হলো পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের পরিবারের হাতে আনুষ্ঠানিক খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
করোণা ভাইরাসের পরিস্থিতিতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জলদস্যু ও অস্ত্রের কারিগর পরিবারের সদস্যরা।
এ সময় পুলিশ সুপারের পক্ষে এএসপি (সর্কেল) রতন কুমার দাশ গুপ্ত, ওসি প্রভাষ চন্দ্র ধর, ওসি তদন্ত বাবুল আজাদ উপস্থিত ছিলেন।
ত্রাণ ব্যবস্থাপনায় সমন্বয় করেন আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যস্থতাকারী সাংবাদিক এম এম আকরাম হোসাইন।
গত বছরের ২৩ নভেম্বর মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৯৬ জন জলদস্যু আত্মসমর্পণ করেছিলেন।
যাদের অধিকাংশই আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।
এ প্রসঙ্গে এম এম আকরাম হোসাইন বলেন, জলদস্যু ও অস্ত্রের কারিগররা আত্মসমর্পণের আগে জানতে চেয়েছিল তাদের পরিবারের বিপদের দিনে আমরা পাশে থাকবো কিনা?
সেদিন পুলিশ সুপার পাশে থাকার কথা দিয়েছিলেন।
আজ সেই দিনের কথা রেখেছেন পুলিশ সুপার।
তাই তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাংবাদিক আকরাম বলেন, ত্রাণ বিতরণের মতো মহান কাজে উপস্থিত থাকতে পেরে সত্যি অনেক বেশি ভাল লাগছে।
সেই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সার্থক মনে করছি।