নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের চৌফলদন্ডী নয়না পরিবার ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জীবাণু নাশক ওষুধ ছিটানো, মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও সচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) চৌফলদন্ডী ইউনিয়নে ১ থেকে ৯ নং ওয়ার্ডের মধ্যে চৌফলদন্ডী বাজার, খামার পাড়া বাজার, নতুন মহল বাজার, রাখাইন পল্লীসহ বিভিন্ন অলিগলিতে এ কর্মসূচী পালন করা হয়।

ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন শাওনের পরিচালনায় এই আয়োজনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক।

বিশেষ অতিথি ছিলেন -সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মনির, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ১ নং ওয়ার্ডের মেম্বার ওসাসিং রাখাইন, ৭ নং ওয়ার্ডের মেম্বার মাষ্টার কামাল, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মনসুর আলম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, ৯ নং এর সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুবেল, জেলা ছাত্রলীগের সদস্য তানজীদ ওয়াহেদ লোটাস।

নয়না পরিবার ট্রাস্টের মধ্যে উপস্থিত ছিলেন -হেলাল উদ্দিন, মিজানুর রহমান মিজান, আমান উল্লাহ আমান, এনাম উল্লাহ, এহসান উল্লাহ, জহিরুল ইসলাম লোটাস, গিয়াস উদ্দিন মেম্বার, জুবায়ের মাহমুদ, রবিউল ইসলাম শিমুল,
জামশেদুল ইসলাম, ইশমাম হোসেন, শাহেদ মোস্তফা কিয়াস, সিরাজুল মোস্তফা তুহিন, আলিফ নূর লিবনান।