খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি :

প্রাণঘাতী করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, সৌদি আরবের মদিনায় করোনা আক্রান্ত হয়ে মুহাম্মদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লুবের পাড়া নিবাসী আলহাজ্ব লিয়াকত আলী পুত্র মোহাম্মদ হাছান (৩৮)। মদিনা তাইবা মার্কেটে  চাকুরী করতে। করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সৌদি সরকার কারফিউ জারী ও ব্যবসায় সহ সবকিছু উপর নিদিষ্ট ঘোষনা করলে। গত কয়েকদিন মদিনা মানোয়ার থেকে দূরে ক্ষেতের খামারে এক বন্ধুর কাছে বেড়াতে যান সেখানে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভর্তির তিন দিন পর করোনাভাইরাস সনাক্ত হলে সৌদি সরকারের নিবিড় পর্যবেক্ষণে থেকে ছয় দিন থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ ৩১-মার্চ মঙ্গলববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মদিনার একটি সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
পরিবারের কাছে খবর আসে কিছুক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেন মরহুমের ছোট ভাই হেলাল উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

অপরদিক, গত ২৪ মার্চ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।মৃত ব্যক্তি র নাম কোরবান,বাবার নাম:রেজাউল করিম,সাদাপুর পুরান বাড়ি, পোস্ট অফিস নগরকান্দা, সাভার, ঢাকা
প্রসঙ্গত সৌদিআরবে বর্তমানে করোনা আক্রান্ত হয়েছে মোট ১৪৫৩ জন এর রিপোর্ট প্রকাশ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১৫ জন
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৮ জন।