খলিল চৌধুরী, সৌদি আরব
বিশ্ব কাঁপানো করোনা ভাইরাস প্রতিরোধে সর্বশেষ এবার পবিত্র নগর মক্কা বায়তুল্লাহ কা’বার চারপাশে ৬ টি জেলাজুড়ে ২৪ ঘন্টা কারফিউ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত জেলাগুলি থেকে কেউ বাহিরে অথবা ভিতরে প্রবেশ করতে পারবে না।

জেলা গুলো হল -আল জিয়াদ, আল-মাশাফি, আল- মিছফালাহ, আল হুজুন, আল- নাক্কাসা এবং হাউস বদর।

৩০ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বশেষ এবার মক্কার ৬ টি জেলায় ২৪ ঘন্টা কারফিউ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত জেলাগুলি থেকে কেউ বাহিরে অথবা ভিতরে প্রবেশ করতে পারবে না।

এদিকে, আজকে নতুন করে সৌদি আরবে বিভিন্ন শহরে করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৪ জনের মধ্যে, রিয়াদ ২২, দাম্মাম ৩৪, মদিনা ২২, জেদ্দা ৯, মক্কা ৪০, খোবার ৬, দাহরান ১, কতিফ ৫, হুফুফ ৬, তায়েফ ২, খামিজ মসায়েত ১, তাবুক ১, ইয়ানবু ১, বুরাইদাহ ১, আর রাস ১, সামতাহ ১, দাওয়াদমি ১ জন।সর্ব মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৩ মোট মারা গেছে ৮ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।