নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিলের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকালে শহরের পেশকার পাড়ায় ১০০জন হতদরিদ্রদের মাঝে ত্রাণ দেয়া হয়।

কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিলের অন্যতম সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েস এর পরিচালনায় দ্বিতীয় দিনের খাদ্যসামগ্রী কার্যক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শহীদুল হক সোহেল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, সদর থানার ওসি (অপারেশন) মাসুম খান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাঈল সিআইপি, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মাওলা ও কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।

কক্সবাজার করোনা সহায়তা তহবিলের অন্যতম উদ্যোক্তা সোহেল আহমেদ বাহাদুর বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ আজ ঘরবন্দি রয়েছে। কর্মহীন হয়ে নিম্ন আয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিল গঠন করা সময় উপযোগী ও মানবিক উদ্যোগ। এর নেপথ্যের কারিগরেরা সত্যিকার হলো যারা সেচ্ছায় সহায়তা করেছেন। তাদের এই মহৎ যাত্রা অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিলের অন্যতম সমন্বয়ক রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম নিহাদ, জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা আবদুল মোনাফ সিকদার, অধ্যাপক জমির জামি, রউফ নেওয়াজ ভুট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।