মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাসজনিত সংকটের কারণে সরকারিভাবে প্রদত্ত ত্রাণ সহায়তার তালিকায় কাদের অন্তর্ভুক্ত করতে হবে, সে বিষয়ে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

এ নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসজনিত সংকটের কারণে শহর ও গ্রামের কর্মজীবী মানুষ এখন কর্মহীন অবস্থায় রয়েছে। তারা চরম খাদ্য সংকটে পড়েছে। তাই খাদ্য ও অন্যান্য সহায়তার তালিকা তৈরী করতে কৃষি শ্রমিক, ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার সহ যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালাতো, কিন্তু করোনা ভাইরাস সংকটের আকস্মিকতায় তারা এখন চরম খাদ্য সংকটে আছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করার জন্য বলা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল স্বাক্ষরিত “অগ্রাধিকার তালিকা তৈরী করে ত্রাণ বিতরণ প্রসঙ্গে” শিরোনামে ২৯ মার্চ রোববার এ নির্দেশনা মাঠ প্রশাসনে জারী করা হয়।