আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটি শহরের এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে এই ত্রাণ সহায়তা দরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য চিংকিউ রোয়াজা, জেলা আ’লীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা, পার্র্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আ’লীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, সাধারন সম্পাদক মনসুর আলী প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, করোনা সংকট বর্তমানে সারাবিশ্বের অন্যতম প্রধান সংকট। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার সাধ্যানুযায়ী কাজ করছে। কঠিনতম এই পরিস্থিতিতে সরকারসহ নিজদলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন তিনি। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী জানিয়েছেন, শহরের এক হাজার পরিবারের মাঝে মাথাপিছু ৫ কেজি চাল, আলু ২ কেজি, লবন এক কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি এবং ২ কেজি পেঁয়াজ ভর্তি প্যাকেট বিতরণ করা হয়েছে।
এদিকে করোনায় আতংকে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গার দুর্গম পাহাড়ী গ্রামের মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। তিনি আজ সকালে বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের ৩০ পরিবারসহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা হিরো বড়ুয়াসহ ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউএনও জানান, আপাতত প্রতিটি পরিবারকে ১৫কেজি চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে। অন্যদিকে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। সকালে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী কর্মহীন পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী মোঃ ইসলাম উদ্দিন, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। ধারবাহিকভাবে পৌর কাউন্সিলরগন প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষের ঘরে ঘরে এইসব খাদ্য শস্য পৌছে দিবেন।