প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৫ জনকে আটক করেছে। গত ২৮  মার্চ সকাল হতে ২৯ মার্চ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোঃ মাসুম খান, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই তৈমুর ইসলাম, এসআই কাঞ্চন দাশ, এসআই আলী হোছাইন, এএসআই শাহ জালাল, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৯৫(০১)২০২০ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। জামাল হোসেন, পিতা-মৃত আঃ জাব্বার, সাং-টাগরতলা, ছোট মহেশখালী, থানা-মহেশখালীঅ, বর্তমানে পূর্ব ঘোনার পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৮১(০৩)২০২০ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)।

১। বেলাল হোসেন, তিপা-মৃত আবুল বাসার ছিদ্দিক, সাং-নুর সোনাপুর, কবির বাড়ী, নন্দীবাড়ী, থানা-কবিরহাট, জেলা-কক্সবাজর।

২। গোলাম শরীফ কালু, পিতা-সৈয়দুল হক, মাতা-মনোয়ারা বেগম, সাং-দক্ষিন ডিকককুল, ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।

গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে

১। নুরুল হক, পিতা-জায়েদুল হক, সাং-নতুন বাহারছড়া, খাদ্য গুদাম রোড, থানা ও জেলা-কক্সবাজার।

২। কামরুল এহসান ছিদ্দিক, পিতা-মৃত জামশেদ আহাম্মদ সিদ্দিক, সাং-দক্ষিন পাতলী পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।