ফাইল ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাসজনিত সংকটের কারণে হতদরিদ্র একই ব্যক্তিকে বার বার ত্রাণ দেওয়া পরিহার করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল কর্তৃক ২৯ মার্চ রোববার স্বাক্ষরিত এক আদেশে মাঠ প্রশাসনকে ত্রাণ বিতরণকারী সকলের সাথে এ বিষয়ে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নির্দেশে দ্বৈততা পরিহার এবং কোন অসহায় মানুষ যেন বাদ না পড়ে সেলক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিত্তশালী ব্যক্তি, সংগঠন, এনজিও, আইএনজিও কর্তৃক ত্রাণ সহায়তা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের সাথে সমন্বয় করতে বলা হয়েছে।

এছাড়া একই আদেশে বলা হয়, করোনা ভাইরাসজনিত সংকটের কারণে শহর ও গ্রামের কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে। তারা চরম খাদ্য সংকটে পড়েছে। তাই খাদ্য সহায়তার তালিকা তৈরী করতে ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার সহ যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালাতো তাদেরকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করার জন্য বলা হয়েছে।