মো. নুরুল করিম আরমান, লামা
গত অর্থ বছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বান্দরবানের লামা পৌরসভা এলাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে রাতের বেলায় জনসাধারণের যাতায়াতের সুবিধার্তে ১৬৯টি সোলার স্টীট লাইট স্থাপন করা হয়। ২০১৮ সালে পৌরসভার মাতামুহুরী ব্রিজ, লামা-রুপসীপাড়া সড়কের কাটাপাহাড়সহ ৪০টি স্থানে ৪০টি স্ট্রিট লাইট স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব লাইটের শুভ উদ্বোধন করেন। এদিকে গ্রাণ ঘাতী করোনা ভাইরাত আতংকে রয়েছে উপজেলাসহ পুরো দেশ। কিন্তু ‘চোরে না শুনে, ধর্মের কাহিনী’, করোনা আতংকও দমাতে পারেনি চোরকে। চোরেরা শনিবার দিনগত রাতের কোন এক সময় পৌরসভা এলাকার নয়াপাড়াস্থ হাইস্কুলের পিঁছনে স্থাপিত একটি সোলার স্ট্রীট লাইটের প্যানেল নিয়ে যায়। সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরির সত্যতা নিশ্চিত করে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশ বলেন, খবর পেয়ে রবিবার সকালে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ স্ট্রীট লাইট চোরকে ধরে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা দেন। একই সময় তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আইডিতে পুরস্কারের ঘোষনার পাশাপাশি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের উদ্বৃতি দিয়ে লিখেছেন ‘সাত কোটি বাঙ্গালীর হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গাল করে মানুষ তো করোনি’ বলে স্ট্যাটাস দেন। এ বিষয়ে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরির বিষয়টি খুবই দু:খ জনক। মূলত বিদ্যুৎ না থাকা অবস্থায় সাধারন মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন সে জন্যই এই লাইটগুলো স্থাপন করা হয়। দ্রুত চোর সনাক্ত করে ্আইনের আওতায় আনা হবে।