রিয়াজ উদ্দিন,পেকুয়া:

পেকুয়ায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সংক্রামক প্রতিরোধ করতে মানুষের চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সরকার লকডাউন ঘোষনা করেছে। এতে করে শ্রমজীবি ও দরিদ্র মানুষগুলো পড়তে শুরু করেছে অর্থাভাবে। করোনায় উপকুলসহ পেকুয়ায় অর্থনীতি স্থবির হচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে গ্রামে ছুটছেন মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য তরুন এ চেয়ারম্যান এবার বিলি করছেন খাদ্য শস্য। মগনামা ইউনিয়নে চেয়ারম্যান ওয়াসিম ১ হাজার পরিবারকে খাদ্যশস্য বিলির কর্মসুচীর শুভ সুচনা করেছেন। ২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় ওই কর্মসুচীর আনুষ্টানিক যাত্রা শুরু করা হয়েছে। ওই দিন মগনামা ইউনিয়নের চেরাংঘোনা, মটকাভাঙ্গা, ধারিয়াখালী, বাইন্নাঘোনাসহ ৬ নং ওয়ার্ডে খাদ্যশস্য জনগনের মাঝে বিতরণ করেছেন। ইউপির গ্রাম পুলিশ ও জনবল নিয়ে তিনি গাড়ীযোগে খাদ্যশস্য মানুষের বাড়িতে গিয়ে পৌছিয়ে দিচ্ছেন। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জানিয়েছেন, ব্যক্তিগত তরফ থেকে তিনি এ সব খাদ্যশস্য জনগনের মাঝে বিলি করছেন। ১ম দিন ২৫০ পরিবারকে দিয়েছেন। মোট ১ হাজার পরিবারকে দেয়া হচ্ছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, তৈল ১ লিটার, পিয়াজ ১ কেজি ও ১ টি সাবানসহ খাদ্যসামগ্রী প্যাকেট ভর্তি করে মানুষের মাঝে পৌছিয়ে দেয়া হচ্ছে।

.