শ্যামল রুদ্র,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত যুবকের রক্তের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল মিলেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

সিভিল সার্জন জানান, গত ২৫ মার্চ রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবকের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। নিহত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না। নমুনা পরীক্ষার রিপোর্টে এ ফলাফল মিলেছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সকালে সর্দি, কাশি ও জ¦র নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয় ওই যুবক। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। এছাড়া তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।