এস. এম. তারেক:

বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশের প্রান্তিক জনগোষ্ঠী যখন একপ্রকার অসহায় হয়ে ঘরবন্দী হয়ে পড়েছে ঠিক সেই মুহুর্তে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সহায়হীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ঈদগাঁও’র কৃতিসন্তান ও কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ( অবঃ) ফোরকান আহমদ। তারই অংশ হিসেবে গতকাল ২৮ মার্চ শনিবার বিকেলে বৃহত্তর ঈদগাঁও’র পাবলিক লাইব্রেরী মিলনায়নে বৃহত্তর ঈদগাঁও’র পাঁচটি ইউনিয়নের খেটে খাওয়া ৫শ মানুষের মাঝে তিনি বিতরণ করেছেন চাল, ডাল এবং তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এর আগে জীবাণু থেকে সুরক্ষায় পুরো বাজার জুড়ে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে। নিজ বেতন দিয়ে অসহায় মানুষের জন্য এই তহবিল গঠণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে তিনি অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন এবং আগাম সর্তকতা ও আপদকালীন সময়ে কাজে লাগানোর জন্য বৃহত্তর ঈদগাঁও’র ৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অন্তত ১০ জন করে স্বেচ্চাসেবী সার্বক্ষণিকভাবে প্রস্তত রাখার জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান। ত্রাণসামগ্রী বিতরণকালে জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহেনেওয়াজ মিন্টু, সদর উপজেলা যুবলীগ সহসভাপতি মিজানুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সহসাধারণ সম্পাদক হাসান তারেক, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক হাছিব, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুনসহ আ’লীহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। চলমান কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৯ মার্চ রোববার ঈদগড় বাজারে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কথা রয়েছে।