মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামুতে করোনা ভাইরাস প্রতিরোধে  সংক্রমণ থেকে বাঁচতে সরকারী নির্দেশনা মতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন-রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা । রামুর ইউএনও প্রণয় চাকমা’র উদ্যোগে ১১টি ইউনিয়নে করোনা পরিস্থিতি সামাল দিতে দিন রাত রামুর অলিগলিতে করোনার ভাইরাসের সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ২৮মার্চ শনিবার রামুর বিভিন্ন ইউনিয়নে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি সড়কে ছিটানো হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিতে বিভিন্ন আড্ডায় অভিযান চালানো হয়েছে।  অন্য দিকে প্রতিদিন মাইকিং করে করোনার ভাইরাসের সতর্কতা ও সচেতনতা মূলক প্রচারণাও চলমান ।

ইউএনও জানান , জনসচেতনতা সৃষ্টিতে অভিযান চলমান থাকবে এবং স্টেশন সহ বিভিন্ন এলাকায় দোকান-পাট বন্ধ রাখা,আড্ডা ও গণজমায়েত না হয় মত সচেতনতাও থাকতে হবে। ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে রামুর বিভিন্ন ইউনিয়নে ব্লিচিংপাউডার মিশ্রিত পানি সড়কে ছিটানো হচ্ছে।