লকডাউন মদিনা সিটি

প্রকাশ: ২৮ মার্চ, ২০২০ ০৭:৩৩ , আপডেট: ২৮ মার্চ, ২০২০ ০৭:৪১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


খলিল চৌধুরী, সৌদি আরব
সৌদি আরবের পবিত্র মদিনা সিটির অধিকাংশ এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে।

মদিনা সিটির আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে  -আস শুরাইবাত, বনী যুফার, কুরবান, আল জুময়া, আল ইসকান, বানী খুদরা।

আজ (২৮ মার্চ) ভোর ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (হতে পারে আগামী ১৫ দিনের জন্য) লকডাউনের নির্দেশনা জারি থাকবে।

এসময় নির্ধারিত এলাকাগুলোতে ঢুকা অথবা বের হওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

তবে, চিকিৎসাসেবা ও জরুরী খাদ্যদ্রব্যের প্রয়োজনে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে বের হওয়া যাবে।

এদিকে, সৌদিআরবে কারফিউউ জারি করার পর ৪ দিনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে ফলপ্রসূভাবে কমে যাচ্ছে।

কারফিউর ১ম দিনে ২০৫ জন, ২য় দিনে ১৩৩ জন, ৩য় দিনে  ১১২ জন, ৪র্থ দিনে ৯২ জন রোগির মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফেরে। একজন সৌদিনাগরিক সহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আতংকের এক নাম প্রাণঘাতী রোগ করোনা ভাইরাস। এ করোনা থেকে রক্ষা পায় নি মধ্যপ্রাচ্য দেশ সৌদিআরব। প্রতিদিন বাড়ছে এ রোগের প্রাদুর্ভাব। শতশত মানুষ আক্রান্ত হচ্ছে।

করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে পুরো সৌদিআরব জুড়ে গত ২৩ মার্চ থেকে ২১ দিনের জন্য সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিশেষ কারফিউ জারি করে সরকার।

এ কারফিউ চলাকালীন সময়ে কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।