মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভয়ংকর মহামারী করোনা ভাইরাস জীবাণু প্রতিরোধে কক্সবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাবান, পানি সরবরাহ সহ হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন পৌরসভা, এনজিও এর উদ্যোগে শুক্রবার ২৭ মার্চ পর্যন্ত এ ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজারে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধান প্রতিকার হলো, ন্যূনতম ৩০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে হাত সব সময় পরিস্কার রাখা। অভিজ্ঞ চিকিৎসক ও গবেষকদের মতে, করোনা ভাইরাস জীবাণু হাত দিয়েই বেশীর ভাগ ক্ষেত্রে শরীরে প্রবেশ করে থাকে। এ সংকটে সবসময় হাত পরিস্কার রাখার কোন বিকল্প নেই। তাই জরুরিভিত্তিতে জেলার ৩৬৭ টি পয়েন্টে সাবান ও পানি সহ হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি বলেন, স্থাপিত হাত ধোয়ার ব্যবস্থা সমুহ নিয়মিত চালু রাখতে উদ্যোক্তা প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় লোকজনকেও সেগুলো দেখাশুনা করার করতে হবে।