আনোয়ার হোছাইন, ঈদগাঁহ, কক্সবাজার :
কক্সবাজারের ঈদগাঁহতে চিকিৎসাভাবে নুরুল আলম (৫০) নামের তিন সন্তানের জনক আত্মহত্যা করেছে বলে দাবি করছে পরিবার । শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে ঈদগাঁহস্থ জালালাবাদ ইউনিয়নের পূর্ব মিয়াজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি উক্ত এলাকার জানে আলম প্রকাশ জানু মাঝির ছেলে । তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতের পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আলম সীমাহীন অর্থাভাবে পড়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এক পর্যায়ে তার শরীরে কঠিন রোগ দেখা দিলে চিকিৎসার অর্থ জোগাড় আরো কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে রাতে কোন এক সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পড়ে। ভোরে ঘরের কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের জমিতে পড়ে থাকাবস্থায় দেখতে পায়। তাদের শোর চিৎকারে স্বজনরা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে প্রথমে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে,পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীনবস্থায় সকাল ১০ টার দিকে সে মারা যায়। স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে একজন লোক বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছেন । হাসপাতালে যেহেতু মারা গেছে, সেখানে মডেল থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।