মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত এক সপ্তাহে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর ১৩২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকার আইনে অসাধু ব্যবসায়ীদের এ বিপুল পরিমাণ জরিমানা করা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক আরো জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অথবা আংশিক লকডাউন হবে মনে করে অনেক অসাধু, অতিরিক্ত মুনাফা লোভী ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা করছিলো। কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করেছে। কিন্তু জেলা প্রশাসনের এ বিষয়ে দৃঢ় মনোভাব ও পর্যাপ্ত বাজার মনিটরিং এর কারণে তাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, বাজার মনিটরিং জোরদার করায় কক্সবাজারে সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম প্রায় স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে বাজারদর স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।