আনোয়ার হোছাইন, ঈদগাঁহ :

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের গভীর বনে হাত বিচ্ছিন্ন অবস্থায় মোহাম্মদ হোছন (৪৫) নামের এক লোকের লাশের সন্ধান মিলেছে । শুক্রবার (২৭ মার্চ) সকালে উক্ত রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বিটের বইশ্যাঝিরি নামক বন এলাকায় কাঠুরিয়ারা পড়ে থাকা অবস্থায় লাশটি দেখে। লাশটি দেখে তারা নিশ্চিত হয় নিহত লোকটি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া লম্বাতলীর(দরগাহ পাড়া) মৃত মুসা আলীর ছেলে।সে ৪ সন্তানের জনক।বিগত ৩/৪ দিন পূর্বে সে নিখোঁজ হয় এবং শুক্রবার হাত বিচ্ছিন্ন অবস্থায় তার লাশের সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছে, সে কি খুনের শিকার!নয়ত হাত বিচ্ছিন্ন কেন? আবার অনেকে হাতির আক্রমণে মৃত্যু হতে পারে বলেও ধারণা করছে। কারণ সে বনে কয়লা পুড়িয়ে, তা বিক্রি করে সংসার চালাত। তারা তদন্ত পূর্বক নিরিহ এ কয়লা শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ বের করার দাবি জানান। নিহতের এলাকার ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে জানান, লাশের সন্ধান পাওয়ার সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশকে ঘটনাটি অবহিত করার পর রিপোর্ট লিখার সময় সেসহ পুলিশদল লাশ উদ্ধারে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন ব। তবে নিহতের আসল পরিচয় ও কি কারণে সে মারা যেতে পারে তার প্রাথমিক ধারণা ঘটনাস্থলে পৌছে লাশ দেখে বলতে পারবেন বলে জানান।ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আবু জাকারিয়ার মোবাইলে বার বাব চেষ্টা করলেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।