মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাসজনিত মহাসংকটের সময় কেউ গুজব ছড়াবেন না। আবার কেউ গুজবে কানও দেবেন না। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন।

বৃহস্পতিবার ২৬ মার্চ দিবাগত রাত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অহেতুক গুজব সৃষ্টি প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সম্মানিত নাগরিকদের প্রতি এ আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক বলেন, এ দুর্যোগময় সময়ে যারা গুজব ছড়ায় তারা দেশ ও সমাজের শত্রু। গুজব একটি জগন্য অপরাধ। গুজব রটিয়ে আতংক সৃষ্টিকারীদের কঠোর আইনের আওতায় আনতে তিনি সকলের সহায়তা কামনা করেছেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, এ পরিস্থিতিতে দায়িত্বশীল করো অনুমতি ছাড়া কোন কাজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কখনো কাম্য নয়। তাই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জীবাণু সংক্রামণ প্রতিরোধে ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরে থেকে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।