মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভয়াবহ করোনা ভাইরাস জীবাণু সংক্রামণ প্রতিরোধে সরকারের ১০ দিন বন্ধ ঘোষনার প্রথম দিনে কক্সবাজার শহর ও মহাসড়কের নতুন ৬ টি জায়গায় চেকপোস্ট বসিয়ে গণপরিবহন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের স্থাপিত যেসব স্থানে চেক পোস্ট দেওয়া হয়, সেগুলো হলো-চট্টগাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাহ স্টেশন, লিংকরোড, শহরের কলাতলীর হাঙ্গরমোড়, খুরুস্কুল ব্রীজের উত্তর পার্শ্বে, বনবিভাগের মোড় (শিশুগাছ তলা) ও বিজিবি ক্যাম্প এরিয়া। এছাড়া আগে থেকেই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হারবাং ইনানী রিসোর্টের সামনে চেকপোস্ট বসানো ছিলো। প্রতিটি চেকপোস্ট পয়েন্টে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করেছেন বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক। তিনি জানান, সরকারের নির্দেশনা অমান্য করে গণপরিবহন রাস্তায় চলতে চেষ্টা করায় কিছু গণপরিবহনকে আটক করা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে জরিমানাও করা হয়েছে। এএসপি (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক আরো জানান, অন্যকোন সরকারি নির্দেশনা না আসলে একটানা আগামী ৪ এপ্রিল শনিবার পর্যন্ত এভাবে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন নিয়ন্ত্রণ করা হবে। তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্দেশনা অনুযায়ী ট্রাক, কভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, পচনশীল দ্রব্য পরিবহন, জ্বালানি পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী গাড়িতে কোন অবস্থাতেই যাত্রী পরিবহন করা যাবেনা বলে তিনি জানান।